চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীকে স্বর্ণের বারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গতকাল মঙ্গলবার (১৯শে জুলাই) সকালে এ ঘটনা ঘটে। কাস্টম কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে এসে নামেন এক যাত্রী। তিনি পায়ুপথে করে দু’টি বার আনেন।

শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান হতে পারে, এমন সংবাদের ভিত্তিতে সর্তক অবস্থান নেয় তারা। সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী রফিকুল গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার দেহ ও ব্যাগ তল­াশি করা হয়। প্রথমে তল­াশি করে দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। যেগুলো তিনি ঘোষণা দিয়ে শুল্ক পরিশোধ করেন। এক পর্যায়ে তার পায়ুপথে আরও দুটি বার রয়েছে বলে স্বীকার করেন। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এছাড়া রফিকুলের লাগেজ তল্লাশি করে ১৬ কার্টন বিদেশি সিগারেট, ১০০ গ্রাম স্বর্ণের অলংকার এবং চকলেট ও খাদ্যসামগ্রী পাওয়া গেছে। স্বর্ণের বারসহ জব্দ করা মালামালের দাম ৩৮ লাখ ৬৫ হাজার ১৯৬ টাকা। এর মধ্যে স্বর্ণের বারের দাম ৩৭ লাখ টাকা।

রফিকুল এবছরের শুরু থেকে ১৯শে জুলাই পর্যন্ত ১০ বার বিদেশে গেছেন। তাকে ৬ই জুন বিদেশ থেকে দেশে স্বর্ণবার ও অলংকারসহ আগমনের সময় সতর্ক করা হয়েছিল বলে জানান শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ। রফিকুলের সঙ্গে থাকা সব মালামাল জব্দ করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।