গেল অর্থবছরে ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩শে জুলাই) সকালে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী জানান, গেল অর্থবছরে ৪৬ লাখ ২১ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে যা আগের বছরের চেয়ে এক লাখ ১৮ হাজার মেট্রিক টন বেশি। সরকারের নানামুখি উদ্যোগে দেশে ইলিশের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, শুধু মাছের উৎপাদন বৃদ্ধিই নয়, স্বাস্থ্যের জন্য নিরাপদ মাছ উৎপাদনের দিকেও গুরুত্ব দিচ্ছে সরকার।