টুইটার কেনার সমঝোতা চুক্তি থেকে সরে আসায় মার্কিন ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছিল টুইটার। ওই মামলার বিপরীতে এবার টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা করলেন মাস্ক। স্থানীয় সময় শুক্রবার (২৯শে জুলাই) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের একটি আদালতে এ মামলা করেন তিনি। তবে মামলাটির বিষয়বস্তু প্রকাশ করেননি মাস্ক এবং এর ১৬৪ পৃষ্ঠার নথি জনসম্মুখে এখনও প্রকাশিত হয়নি। আদালতের নিয়ম অনুযায়ী, এই মামলার নথির একটি সংশোধিত সংস্করণ শিগগিরই আলোর মুখ দেখতে পারে।

টুইটারের বিরুদ্ধে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের অভিযোগ, টুইটার ইনকরপোরেশন তাদের প্ল্যাটফর্মে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা সঠিকভাবে উপস্থাপন না করে চুক্তি লঙ্ঘন করেছে। তাই তিনি টুইটার কেনার প্রক্রিয়া থেকে সরে এসেছেন। গত ১২ই জুলাই টুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার আদালতে ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে।

ইলন মাস্ক টুইটার চুক্তি থেকে সরে দাঁড়ানো বিষয়ে আগামী ১৭ই অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনের বিচারকাজ চলার আদেশ দেন ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সেরির চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক। এর কয়েক ঘণ্টা পরই পাল্টা মামলা ঠুকে দিলেন ইলন মাস্ক।

রয়টার্স কর্তৃপক্ষ টুইটার কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও মাইক্রোব্লগিং সাইটটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

টুইটার কর্তৃপক্ষ জানায়, ভুয়া অ্যাকাউন্ট থাকার দাবি করে মাস্ক বিভ্রান্তি ছড়িয়েছেন। তিনি ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার মূল্যের শেয়ারে টুইটার কেনার চুক্তি করতে বাধ্য। গত শুক্রবার ইলন মাস্কের মামলার পর টুইটারের শেয়ারের দাম কমে ৪১ দশমিক ৬১ মার্কিন ডলারে নেমেছে।