জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে রাজধানীতে রাস্তায় নামছে না গণপরিবহন। আজ শনিবার (৬ই আগস্ট) সকাল থেকে বেশিরভাগ পরিবহন মালিক গ্র“পের গণপরিবহনপ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য গণপরিবহন স্বল্প সংখ্যক চলাচল করছে। গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন স্থানে বাধা পাচ্ছেন বলে জানিয়েছেন চালকরা।
এদিকে রাস্তায় গণপরিবহন না পেয়ে সকাল থেকে অফিসগামী ও কর্মজীবীরা দুর্ভোগে পড়েছেন। পায়ে হেঁটে, রিকশা, টেম্পো ও মোটরসাইকেল ভাড়া নিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। এর সাথে দুর্ভোগ আরো বাড়িয়ে দেয় বৃষ্টি।
শনিবার সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, মগবাজার, মহাখালী এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অনেক যাত্রী। কিন্তু গাড়ির দেখা মিলছে একেবারে কম। এসব গাড়িতে উঠতে যাত্রীদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। তবে হুড়োহুড়ি করে বাসে ওঠতে না পেরে বয়স্ক ও নারী-শিশুদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।
রাস্তায় চলাচল করা বাসগুলোর চালক ও সহকারীরা বলছেন, শুক্রবার রাতে আকস্মিক জ্বালানি তেলের দাম বাড়ানোয় রাস্তায় গাড়ি নামাচ্ছেন না পরিবহন মালিকরা। তারা পরিবহন ভাড়া বাড়ানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।
প্রসঙ্গত, ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। নতুন দাম কার্যকর হয়েছে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে। প্রজ্ঞাপন অনুযায়ী লিটারে ডিজেল ৩৪ টাকা, পেট্রোল ৪৪ এবং অকটেনের দাম বেড়েছে ৪৬ টাকা। প্রজ্ঞাপন বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোলের দাম ১৩০ টাকা।