দৈনিক ৩’শ টাকা মজুরির দাবিতে সারাদেশের চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। তবে আজ সাপ্তাহিক ছুটি এবং আগামীকাল শোক দিবস উপলক্ষে দুইদিন কর্মবিরতি ছাড়া আন্দোলনের অন্য কর্মসূচি স্থগিত রেখেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন।

এর মধ্যে বাগান মালিকদের সাথে মজুরি বাড়ানোর বিষয়ে কোন সমঝোতা না হলে মঙ্গলবার থেকে আবারও পুরোপুরি আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা।

উলে­খ্য, মজুরি বৃদ্ধির দাবিতে সিলেট ও চট্টগ্রামসহ সারাদেশে একযোগে চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা।

শনিবার সকাল থেকে দেশের সবগুলো চা বাগানে শ্রমিকরা একযোগে পূর্ব ঘোষিত কর্মবিরতি শুরু করে। এছাড়া মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করে তারা। শ্রমিকরা বলছেন, মজুরি ১২০ টাকা থেকে ৩শ টাকায় বৃদ্ধি করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ১৪ টাকা বাড়লে একজন শ্রমিকের মজুরি হবে ১৩৪ টাকা। তবে শ্রমিকরা তাদের মজুরি ৩০০ করার দাবিতে অনঢ় রয়েছেন।