জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নপূরণ করার সংগ্রাম করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। সোমবার (১৫ই আগস্ট) ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে এ মন্তব্য করেন তারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু না থাকলেও স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ যুগ যুগ ধরে এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।
ওবায়দুল কাদের আরও বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশের টার্গেট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জাতির জনকের উত্তরাধিকার হিসেবে তাঁর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা।
এসময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জাতির পিতার ঘাতকদের উত্তরসূরিরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেসব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় দেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লড়াকু সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।