আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। স্থানীয় সময় বুধবার রাতে রাজধানীর উত্তরের সিদ্দিকিয়া নামের মসজিদটিতে এ হামলার ঘটনাটি ঘটে। দেশটির কর্তৃপক্ষের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মসজিদটিতে নামাজ চলাকালীন সময়ে হামলা চালানো হয়। শক্তিশালী এ বিস্ফোরণে মসজিদটির ইমামও নিহত হয়েছেন।

দেশটির এক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জানিয়েছেন অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বিস্ফোরণে। এপি তাদের খবরে বলছে, অন্তত ১০ জন নিহত হয়েছেন এ হামলায়।

তালেবান সরকারের মুখপাত্র জাবিউল­াহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসলি­দের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।

পুলিশ বলছে, বহু হতাহত হয়েছে, তবে কতজন তা নিশ্চিত করেনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ওই মসজিদের ইমাম মোল­া আমির মোহাম্মদ কাবুলিও হামলায় নিহত হয়েছেন। হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির গোয়েন্দা টিম।