দক্ষিণ কোরিয়াকে মুখ বন্ধ রাখতে বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তা দেয়ার পরিকল্পনার প্রতিক্রিয়ায় এই কথা বলেন তিনি।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল একটি পরিকল্পনার কথা জানিয়েছেন, যার অধীনে পিয়ংইয়ং পরমাণু নিরস্ত্রীকরণ শুরু করলে তাদের পর্যায়ক্রমে অর্থনৈতিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিকল্পনাকে ‘দুঃসাহসী’ অভিহিত করে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার কোনো শীর্ষ কর্মকর্তা সরাসরি এমন মন্তব্য করলেন। ইউন গত বুধবার তাঁর দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেন।
কিম ইয়ো জং রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ‘মুখ বন্ধ রাখাই তার ভাবম‚র্তির জন্য ভালো হতো।’ শুধু এ কথা বলেই ক্ষান্ত হননি কিম ইয়ো জং। এমন পরিকল্পনার জন্য তিনি ইউনকে ‘সরল এবং এখনো শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘কেউ ভুট্টার পিঠার জন্য তার ভাগ্য বিনিময় করতে পারে না।’