পার্টিতে অংশ নিয়ে নাচ গান করার একটি ভিডিও প্রকাশ হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে মাদক পরীক্ষা করিয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন। অভিযোগ ওঠে তিনি ওই পার্টিতে অংশ নিয়ে মাদক গ্রহণ করেছেন। এজন্য তাকে পরীক্ষা করা উচিত। শেষ পর্যন্ত তিনি মাদক পরীক্ষা করিয়েছেন। আগামী সপ্তাহে এর ফল জানা যাবে। খবর বিবিসি
শুক্রবার (১৯শে আগস্ট) এক সংবাদ সম্মেলনে মেরিন জানিয়েছেন, এরই মধ্যে তিনি ড্রাগ টেস্ট করিয়েছেন। টেস্টের ফল আগামী সপ্তাহে আসতে পারে। হেলসিঙ্কিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেরিন পুনরায় কোনো ধরনের মাদক নেওয়ার কথা অস্বীকার করেন। বেআইনি কিছু করেননি বলে দাবি সান্নার।
এদিকে, ছড়িয়ে পড়া ওই ভিডিওতে সান্না মারিন এবং তাঁর বন্ধুদের একটি পার্টিতে নাচতে ও গাইতে দেখা গেছে। এরপরেই তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছেন ফিনল্যান্ডের এ নারী প্রধানমন্ত্রী।
তিনি ওই পার্টিতে মাদক সেবন করেছেন কি না, তা নিশ্চিত হতে তাঁকে স্বেচ্ছায় মাদক পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে বিরোধীরা। তার জোট সরকারের শরিক দলের কোন কোন নেতাও একই কথা বলেছেন। এর প্রেক্ষিতেই তিনি মাদক পরীক্ষা করালেন।