আরো ৫৪৮ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হলো। আজ বৃহস্পতিবার (২৫শে আগস্ট) কক্সবাজার থেকে তাদের নিয়ে যাওয়া হয়। এর আগে সকালে চট্টগ্রাম থেকে রোহিঙ্গাদের এই দলটিকে নিয়ে ভাসানচরের উদ্দেশে ছেড়ে যায় নৌবাহিনীর একটি জাহাজ।
বুধবার রাতে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে এই রোহিঙ্গাদের নেয়া হয় উখিয়া ডিগ্রি কলেজ মাঠে। পরে রাতে বাসে করে তাদের চট্টগ্রামে বি এফ শাহীন কলেজ মাঠের ক্যাম্পে নেয়া হয়।
এর আগে কয়েক ধাপে ৫০ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ২০২০ সালের তেসরা ডিসেম্বর ভাসানচরের আশ্রয় শিবিরে রোহিঙ্গা স্থানান্তর শুরু হয়।