ব্যবসায়ীদের কারণেই দ্রব্যমূল্য বাড়ছে, এজন্য তাদের নীতিমালার আওতায় আনতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ শুক্রবার (২৬শে আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন শিল্পমন্ত্রী।
এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পণ্যের দাম নিয়ে যারা সিন্ডিকেট করে তাদের বিরুদ্ধে সংবাদ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মন্ত্রী আরো বলেন, আমাদের এখানে ব্যসায়ীরা একটু বেশি সুযোগ নিচ্ছে। আমরা ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারিনি। আমরা চেষ্টা করছি সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য।
এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদের দেশে সারের কোন কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সমস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।