এশিয়া কাপের পর্দা উঠছে আজ (শনিবার)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আরব আমিরাতে টুর্নামেন্ট হলেও আয়োজক হিসেবে স্বাগতিক কিন্তু শ্রীলঙ্কাই।
উদ্বোধনী ম্যাচে টস নামক ভাগ্যের খেলায় জয় হলো আফগানিস্তানেরই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি এবং ব্যাট করার আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কাকে।
টস জিতে ফিল্ডিং নেয়ার কারণ সম্পর্কে আফগান অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘ফ্রেশ উইকেট। বেশ কিছুদিন এখানে ক্রিকেট হয়নি। এ কারণে আমরা একটা সুযোগ নেয়ার চেষ্টা করলাম। মিডল অর্ডারে আমাদের বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। যারা আমাদের শক্তির জায়গা।
শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা বলেন, ‘আমরা টস জিতলেও প্রথমে বোলিংই নিতাম। দু’জন নতুন পেসারের অভিষেক হচ্ছে আজ। পাথিরানা এবং দিলশান মধুশঙ্কা।’
শ্রীলঙ্কা একাদশ : গুনাতিলাকা, নিশাঙ্কা, কুশল মেন্ডিস, আশালাঙ্কা, রাজাপক্ষে, শানাকা, হাসারাঙ্গা, করুণারতেœ, থিকসেনা, মাদুসাঙ্গা, পাথিরানা।
আফগানিস্তান একাদশ: জাজাই, গুরবাজ, জাদরান, জানাত, জাদরান, নবী, রশিদ, ওমর জাই, নবীন, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী।