বরিশালের বাবুগঞ্জে বাসের চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। আজ রোববার (২৮শে আগস্ট) দুপুরে, ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভ্যানের যাত্রী ফজলুল হক (৬৩), সুমি আক্তার (৪০) ও সুমি আক্তারের ৪ বছর বয়সী ছেলে তাওহীদ। নিহতদের বাড়ি রহমতপুরের মানিককাঠী এলাকায়। এসময় ভ্যানচালক জয়নাল (৫০) আহত হন।
পুলিশ জানায়, সকালে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাস ছেড়ে আসে। বাসটি দুপুরে বরিশালের রহমতপুর ব্রিজের ঢালে পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া একটি যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী ফজলুল হক ও সুমি নিহত হয়। এসময় ভ্যানচালক ও এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তাওহীদকে মৃত ঘোষণা করেন।