রাজধানীর কেরানীগঞ্জে একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরিত হয়ে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০শে আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), মোছা. ইদুনী বেগম (৫০), মোছা. সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০), মোছা. মারিয়া আক্তার (৮) ও মো. ইয়াছিন (১২)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

জানা যায়, কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকার একটি বাসায় ভোরে রান্না করার সময় বিকট বিস্ফোরণ হয়। পরে স্থানীয়রা বাসা থেকে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের জিনজিরা নান্দাইলই এলাকার শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, আহত ছয়জনের চিকিৎসা চলছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।