মিয়ানমার যুদ্ধবিমান থেকে ছোড়া গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ায় রাষ্ট্রদূত অং কিও মোয়েকে তলব করা হয়েছে। একইসাথে সীমান্তে সামরিক সরঞ্জাম ব্যবহার ও  গোলাবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা।

রোববার (চৌঠা সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিও মোয়েকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করা হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করার তৃতীয় ঘটনা এটি।

এর আগে গত ২৮শে আগস্ট সীমান্তে মিয়ানমারের মর্টারের গোলা পড়ার ঘটনার জন্য রাষ্ট্রদূত তলব করা হয়। এর প্রায় ১০ দিন আগে একই ধরনের ঘটনার জন্যও তাকে তলব করা হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এ ঘটনা ব্যাখ্যা চাওয়া হবে মিয়ানমারের কাছ থেকে।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৯টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্র“ সীমান্তের রেজু আমতলী বিজিবি বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তের ওপারে সেনাবাহিনীর দুটি যুদ্ধবিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার টহল দেয়। সে সময় তাদের যুদ্ধবিমান  থেকে প্রায় ৮-১০টি গোলা ছোড়া হয়।

যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা সীমান্ত পিলার ৪০ বরাবর আনুমানিক ১২০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। এই ঘটনার পর থেকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।