উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ে আসর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। রবার্ট লেভানদোস্কির হ্যাটট্রিকে ভিক্টোরিয়া প্লাজেনকে উড়িয়ে দিয়েছে জাভি হার্নান্দেসের দল। ক্যাম্প ন্যুতে বুধবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনকে ৫-১ গোলে হারিয়ে শুভসূচনা বার্সেলোনার। পোলিশ তারকার তিন গোল ছাড়া কাতালান দলটির হয়ে একবার করে জালের দেখা পান ফঁক কেসিয়ে ও ফেরান তোরেস।

ঘরের মাঠে শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে বার্সেলোনা। সাফল্য পেতেও বেশি সময় লাগেনি। ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় তারা। জুলিয়াস কুন্দের হেড থেকে পাওয়া বল হেডেই জালে জড়ান ফ্রাঙ্কি কেসি।

এর ১০ মিনিট পরই ডি-বক্সে ক্রিস্টেনসেনের বিরুদ্ধে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিআরে দেখা যায় বার্সা ডিফেন্ডারের কোনো ভুল ছিল না। তাতে বাতিল হয় সিদ্ধান্ত।

৩৪তম মিনিটে সার্জিও রবার্তোর পাস ডি-বক্সের সামনে পেয়ে যান লেভানডস্কি। বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে জালে পাঠান পোলিশ স্ট্রাইকার।

বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান কমায় প্লিজেন। সফরকারীদের হয়ে গোল করেন সিওকোরা। তিন মিনিট পরই লিড পুনরুদ্ধার করে স্বাগতিকরা। উসমান দেম্বেলের বাড়ানো ক্রস একা পেয়ে যান লেভানডস্কি। কোনো ভুল না করে ডাইভিং হেডে তিনি পাঠান জালে।

৬৬তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন লেভানডস্কি। মিনিট চারেক পর বার্সাকে ফের আনন্দে ভাসান ফেররান তোরেস। পরের ১৯ মিনিটে আরো বেশ কয়েকটি আক্রমণ করে বার্সা। তবে গোলের দেখা মেলেনি। তাতে ৫-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ দলটি।