এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার ফোরের শেষ ম্যাচে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। শুক্রবার দুবাই গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দুই দলের ফাইনালের মহড়া।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিলো এশিয়া কাপের দুই ফাইনালিস্ট পাকিস্তান ও শ্রীলঙ্কা। যেখানে খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নেমে ফাইনালের মহড়া ম্যাচে ভালো করতে পারেনি পাকিস্তান। স্পিন তোপে পড়ে ১৭ ওভারে অলআউট হয় ১২১ রানে। দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান ফিরে যান ১৪ রান করে। বাবর আজম ২৯ বলে দুই চারে ৩০ রান করেন। ফখর জামান (১৩) ও ইফতিখার (১৩) সেট হয়ে আউট হন। দলের পক্ষে ১৮ বলে এক চার ও দুই ছক্কায় সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ নওয়াজ।
জবাব দিতে নেমে ওপেনার কুশল মেন্ডিস ও তিনে নামা ধানুশকা গুনাথিলাকা শূন্য করে আউট হন। ২ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। চারে নামা ধনঞ্জয়া ডি সিলভা আউট হন ১২ করে। চাপে পড়া দলকে রক্ষা করেন ওপেনার পাথুন নিশাঙ্কা ও পাঁচে নামা ভানুকা রাজাপাকসে। তারা ৫১ রানের জুটি গড়েন।
ফিরে যাওয়ার আগে রাজাপাকসে ১৯ বলে ২৪ রান করেন। দাশুন শানাকা আউট হন ১৬ বলে ২১ রান করে। তবে ৩ বলে দুই চারে ১০ রান করে আউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর তাদের সঙ্গে শুরু থেকেই ছিলেন নিশাঙ্কা। তিনি ৪৮ বলে তিন চার ও এক ছক্কায় ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে হাসনাইন ও হ্যারিস রউফ দুটি করে উইকেট নেন।