প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে আশ্রিত রোহিঙ্গারা দীর্ঘস্থায়ী হওয়ায় দেশের সামাজিক, আর্থনৈতিক, রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করছে। ঢাকায় ইন্দো প্যাসিফিক আর্মি ম্যানেজমেন্ট সেমিনারে এ কথা বলেন তিনি। অন্যদিকে, পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আন্ত:দেশীয় নিরাপত্তা রক্ষায় ইন্টারপা কার্যকরী ভূমিকা পালন করবে।
রাজধানীর হোটেল রেডিসনব্লুতে ইন্দো প্যসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের ৪৬ তম আর্মি ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজন করা হয়েছে। গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেমিনারে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা, ঐক্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সাংবিধানিকভাবেই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
পরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ অ্যাকাডেমির প্রধানদের ১১তম ইন্টারপা সম্মেলনে গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে বৈশ্বিক নিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। পারষ্পারিক সহযোগীতার মাধ্যমে এই ঝুঁকি মোকাবেলা করা সম্ভব বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।