সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ভারতকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই সাথে দূর হলো ভারতকে এতদিন হারাতে না পারার আক্ষেপ। জাতীয় ফুটবল দলের হয়ে ভারতকে এতদিন হারাতে পারেনি বাংলাদেশের মেয়েরা। আজ মঙ্গলবার (১৩ই সেপ্টেম্বর) তা সম্ভব হলো।

প্রথমার্ধেই ভারতের জালে ২ গোল দিয়ে এগিয়ে যায় লাল সবুজের দল। শুরু থেকেই ভারতকে চেপে ধরেছিল সাবিনা, কৃষ্ণা, স্বপ্নারা। এই বুঝি গোল হয় হয় করে ১২ মিনিটে ভারতের জালে বল পাঠিয়ে বাংলাদেশকে এগিয়ে দেন সিরাজ জাহান স্বপ্না। সাবিনার লম্বা পাস ধরে কৃষ্ণা রানী সরকার বল ঠেলে দিলে স্বপ্নার প্লেসিংয়ে কেঁপে ওঠে ভারতীয় দল।

২২ মিনিটে ব্যবধান ২-০ করেন কৃষ্ণা রানী সরকার। থ্রোইংয়ের বল ধরে স্বপ্না পাস দেন কৃষ্ণাকে। কোনো ভুল করেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড। ঠান্ডা মাথায় গোল করে দেশকে এনে দেন ২-০ গোলের লিড।

দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পান সাবিনারা। তাতে ৩-০ গোলের জয় নিয়ে গ্রুপ সেরা হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।