আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দু’দেশের সেনাদের তুমুল লড়াইয়ে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে আর্মেনিয়ার ৪৯ জন ও আজারবাইজানের ৫০ জন সেনা বলে জানিয়েছে দেশ দু’টি। ২০২০ সালের পর এই অঞ্চলে এটাই সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা। তাই দু’পক্ষের কাছে লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
এর আগে সোমবার রাতে সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা গিয়েছিল। সময় গড়ানোর সাথে সাথে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এসেছে। বুধবার (১৪ই সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। অন্যদিকে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই সংঘর্ষে তাদেরও ৫০ জন সৈন্য নিহত হয়েছে।
মূলত নাগরনো-কারাবাখ নিয়ে এই আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে শত্রুতা বেশ পুরোনো। আশির দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় এই অঞ্চল নিয়ে প্রথম দুই দেশের মধ্যে সংঘাতের স‚ত্রপাত হয়। ওই সময় আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভ‚খন্ড বলে স্বীকৃত অঞ্চলটি দখল করে আর্মেনিয়ার সেনাবাহিনী। পরে ২০২০ সালে লড়াই করে অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেয় আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় ওই সময় সংঘাতের অবসান হয়েছিল।