দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার আহসান হাবিব খান।

বুধবার (১৪ই সেপ্টেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে তিনি বলেন, রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আহসান হাবিব খান তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন অনেক প্রশ্নের সম্মুখীন, আস্থাশীলতার ঘাটতি আছে। তবুও কমিশন শতভাগ আন্তরিকতা ও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন সুষ্ঠু করবে।

তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়াই রোডম্যাপের উদ্দেশ্য। আমরা আস্থার ঘাটতির মধ্যে আছি। তবে এই কমিশন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আগের থেকে কিছুটা আস্থা অর্জন করেছে।

এসময় নির্বাচন কমিশনার মোঃ আলমগীর জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা পদক্ষেপ নেয়া হবে তা আছে কর্মপরিকল্পনায়। অংশীজনদের সব পরামর্শই পর্যালোচনা করা হয়েছে। তবে ইসির আওতায় বা এখতিয়ারে যা আছে তা কিভাবে বাস্তবায়ন করা হবে এই কর্মপরিকল্পনায় আছে।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেনর, এই কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে সফল ভাবে নির্বাচন করা সম্ভব। তবে সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই নির্বাচনে, জনগণও তাই চায়।

একাদশ সংসদের মেয়াদ শেষ হবে ২০২৪ সালের ৩১ জানুয়ারি। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন পূর্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের রূপরেখা প্রণয়ন করেছে নির্বাচন কমিশন।