লিওনেল মেসির জাদুকরি পারফমে চ্যাম্পিয়ন্স লির্গে ইসরাইলের ক্লাব ম্যাকাবি খাইফাকে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়েরের দল।
অপেক্ষাকৃত দুর্বল ম্যাকাবির সাথে সহজ এটি জয়ের প্রত্যাশাই করছিল পিএসজি। তবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলটি শুরুতেই চমকে দেয় ফরাসি চ্যাম্পিয়নদের। দশম মিনিটে ২৫ গজ দূর থেকে আবু ফানির বুলেট গতির শট ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। মিনিট পাঁচেক পর আবার পিএসজি গোলরক্ষকের পরীক্ষা নেয় তারা।
এই পরীক্ষা দোনারুম্মা উতরে গেলেও ২৫তম মিনিটে আর পোস্ট বাঁচাতে পারেননি তিনি। মার্কো ভেরাত্তি বল হারালে পেয়ে যান ডোলেভ হাজিজিয়া। তার দুর্দান্ত ক্রসে জারুন শিরির ভলি জড়ায় জালে।
তবে এরপর লিওনেল মেসির নৈপুণ্যে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি তাদের। ৩৭তম মিনিটে এমবাপ্পেকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে যান মেসি। এরপর ম্যাকাবির দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
১-১ গোলে সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। তবে বিরতির পর মাঠে ফিরে জ্বলে উঠে মেসি-নেইমাররা।
৬৩তম মিনিটে নেইমারের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে শট নেন মেসি। ঝাঁপিয়ে কোনোমতে ব্যর্থ করে দেন স্বাগতিক গোলরক্ষক। পরের মিনিটে আবার আক্রমণ। পিএসজির একের পর এক আক্রমণের সুফল মেলে ৬৮তম মিনিটে মেসির পাস থেকে গোল করেন এমবাপ্পে।
ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে গোলের দেখা পান নেইমারও। ৮৮তম মিনিটে ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি। গ্রুপের অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে বেনফিকা। পর্তুগিজ দলটিও পেয়েছে টানা দ্বিতীয় জয়।