ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি’র সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১৮ই সেপ্টেম্বর) সকালে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে মির্জা ফখরুল ছাড়াও দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী ও কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দেড় ঘন্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় ডোনার। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। দু’দেশের দ্বিপাক্ষিক বিষয় ও বাংলাদেশের সমকালীন রাজনৈতিক বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।