লিওনেল মেসির রেকর্ড গড়া গোলে অলিম্পিক লিঁওকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচে রোববার ১-০ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোল করে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

তবে ওই-ই শেষ, এরপর হাজারও চেষ্টা করে আর গোলের দেখা পায়নি প্যারিস সেন্ট জার্মেই  (পিএসজি)। লিগ ওয়ানে গতরাতে অলিম্পিক লিঁওর গোলরক্ষক যেন এক গোল হজম করার পর চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত মেসির একমাত্র গোলে কষ্টার্জিত জয় পেয়ছে ক্রিস্টোফার গ্যাল্টিয়েরে’র দল।

ম্যাচের অধিকাংশ সময় অলিম্পিক লিঁওর রক্ষণে ভীতি ছড়িয়েছে পিএসজি। ম্যাচের ৬৬ শতাংস সময় বল দখলে ছিল তাদেরই। বেশ কয়েকবার পাল্টা আক্রমণে উঠেছে লিঁও।

কিন্তু গোল হয়েছে মাত্র একটি। পঞ্চম মিনিটে নেইমার জুনিয়রের অ্যাসিস্টে লিওনেল মেসির করা ওই একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়েরের দল।

এদিকে, এই গোলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গেছেন মেসি। পেনাল্টি ছাড়া এখন সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টাইন জাদুকর। এতদিন পেনাল্টি ছাড়া সবচেয়ে বেশি গোল ছিল রোনালদোর ৬৭০টি, মেসি তাকে টপকে এখন ৬৭১ গোলের মালিক।

৮ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মার্সেই।