বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বর্তমান আইজিপি বেনজীর আহমেদের স্থালাভিষিক্ত হবেন। আগামী ৩০শে সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন বর্তমান আইজিপি বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৯৮৯ সালে সহকারি সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেব বাংলাদেশ পুলিশে যোগদান করেন আবদুল্লাহ আল-মামুন। কর্মজীবনে তিনি নীলফামারী জেলার সুপারিনটেনডেন্ট অব পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেপুটি কমিশনার, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান, ময়মনসিংহ ও ঢাকা রেঞ্জ এবং পুলিশ হেডকোয়ার্টারের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।