র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এর নুতন প্রধান হলেন এম খুরশীদ হোসেন। তিনি সংস্থার বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বর্তমান আইজিপি বেনজীর আহমেদের মেয়াদ আগামী ৩০শে সেপ্টেম্বর শেষ হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণে র‌্যাব এর নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বর্তমানে তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন।