ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত অঞ্চল জাপোরিঝঝিয়ায় অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মহাপরিচালককে আটক করেছে রুশ বাহিনী। শুক্রবার (৩০শে সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় তাকে আটক করা হয়। বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী কোম্পানি এনারগোতামের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভি।
কোম্পানিটির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, ইহোর মুরাশভকে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র থেকে এনারহোদার শহরে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়, তাকে গাড়ি থেকে বের করে আনা হয় এবং চোখ বেঁধে অজানা গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়।
এরইমধ্যে জাপোরিঝঝিয়াসহ ইউক্রেনের চার অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে এই চার অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়। এতে বড় জয়ের দাবি করে রাশিয়া।