সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। বেলকুচি উপজেলার মবুপুরে নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে শনিবার মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। তারা হলেন স্থানীয় সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম এবং তার দুই সন্তান জিহাদ ও মাহিম।
চল্লিশোর্ধ্ব রওশনের দুই সন্তানের মধ্যে একজনের বয়স ১০ ও আরেকজনের বয়স চার বছর। স্থানীয়দের ধারণা, সুলতান আলী তার স্ত্রী ও সন্তানদের হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেলখানা হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পাশ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ঐ ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙ্গে তার বোন ও দুই ভাগনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে মর্গে পাঠায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পচে যাওয়া মরদেহ ৩টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারণ জানা যাবে।’












