ইউক্রেনের রাজধানী কিয়েভের জার্মান দূতাবাসে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জার্মান কনস্যুলেট ভবনে হামলার পর জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ভবন ভিসা সংক্রান্ত কাজে ব্যবহার করা হতো। তবে গত ২৪শে ফেব্র“য়ারি যুদ্ধ শুরুর পর থেকে সেখানে কার্যক্রম বন্ধ ছিল। হামলায় কনস্যুলেটের কেউ হতাহত হননি।
ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, হামলা চালাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন রাশিয়ার সেনারা। কিয়েভের মেয়র ভিটালি ক্রিশ্চেঙ্কো জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র।
কিয়েভ কর্তৃপক্ষ বলছে, ৮৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। হামলায় লিভ ও খারকিভ শহর এবং খমেলনিতস্কি, সুমি ও তেরনোপিল অঞ্চলে বিদ্যুৎ ও পানির সংকট দেখা গেছে। ইউক্রেন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবারের হামলায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন।
গত শনিবার ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র সেতু কার্চ ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজকের ক্ষেপণাস্ত্র হামলার পর পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে আবারও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানো হলে একইভাবে জবাব দেওয়া হবে।