ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানরে ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেয়া ২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে ১৬০ রানে থামে টাইগারদের ইনিংস। এই হারে তাসমান সাগরপাড়ে ত্রিদেশীয় সিরিজ থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে সাকিব আল হাসানের দলের।

২০৯ রনের পাহাড় সমান রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভলো সূচনা করতে পারে নি বাংলাদেশের অপেনাররা। দুইবার বেঁচে যাওয়া মান্ত ১২ বলে ১১ করে ফেরেন। এক বল পরই বোল্ড হন মিলনের বলে।

এরপর লিটন দারুণ কিছু শট খেলে আউট হন ব্রেসওয়েলের বলে। ১৬ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৩ করেন ডানহাতি এই ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভারে তবু ২ উইকেটে ৫২ রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে সৌম্য সরকার আর সাকিব আল হাসান ২৭ বলে যোগ করেন ৪৩ রান। দারুণ গতিতে ছুটছিল জুটিটি। দীর্ঘদিন পর দলে ফিরে সৌম্যও খেলছিলেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিন্তু দশম ওভারের শেষ বলে মিলনের শর্ট বলের ফাঁদে পা দেন সৌম্য। থার্ডম্যানে তুলে দেন ক্যাচ। ১৭ বলে ৩ বাউন্ডারিতে গড়া সৌম্যর ২৩ রানের ইনিংসটি শেষ তাতেই। এরপর আফিফ হোসেন (৪ বলে ৪) ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে বোল্ড হন ব্রেসওয়েলের ঘূর্ণিতে। এর পর ৪৪ বলে ৭০ রানের ঝঢ়ো ইনিংস খেলেন সাকিব আল হাসান। পরে ১৬০ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন আর ডেভন কনওয়ের ব্যাটে দারুন সূচনা করে। ২৫ বলে তিনি ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েন ডেভন কনওয়ের সঙ্গে। তবে প্রথমজনকে ফিরিয়ে বাংলাদেশকে খানিকটা স্বস্তিই এনে দেন শরিফুল ইসলাম।

মারমুখী ব্যাটিং করা অ্যালেনকে অবশেষে ফিরিয়েছেন শরিফুল। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ইয়াসির রাব্বির দুর্দান্ত ক্যাচ হয়েছেন কিউই ওপেনার (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২)।

এরপর মার্টিন গাপটিলের সঙ্গে ৭৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে। তাদের এই জুটি ভাঙে এবাদত হোসেনের বলে ২৭ বলে ৩৪ রান করে গাপ্টিল আউট হলে। কিছুক্ষণ পর ৫ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৮ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন কনওয়ে।

কিউইদের হয়ে ইনিংসের শেষ টানেন গ্লেন ফিলিপস। ৫ ছক্কা ও ২ চারে ২৪ বলে ৬০ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ২ উইকেট করে নেন এবাদত ও সাইফউদ্দিন।