গাজীপুরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডারবাহী গাড়িতে আগুনে দগ্ধ মিঠু নামে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক। আজ শুক্রবার সকালে (১৪ই সেপ্টেম্বর) ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রাখা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক বলেও জানান তিনি।
দগ্ধ বাকিরা হলেন, আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহের সড়কের ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী গাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহুর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় স্টেশনে থাকা ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।