বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সময় বৃদ্ধি করা হয়েছে। এতে করে এই আসনের উপনির্বাচন অনুষ্ঠানে আগামী বছর ২০শে জানুয়ারি পর্যন্ত সময় পেলো নির্বাচন কমিশন। সাংবিধানিক ক্ষমতাবলে ইসি নির্বাচনের সময় বাড়িয়েছে বলে বুধবার (১৯শে অক্টোবর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (পরিচালক-জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবিধান অনুযায়ী কোন সংসদীয় আসন শূন্য হলে শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তবে, দ্বৈবদুর্বিপাকে ওই সময়ের মধ্যে ভোট করতে না পারলে প্রধান নির্বাচন কমিশনার আরও ৯০ দিন সময় বাড়াতে পারে।
গত ১২ই অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ শূন্য আসনের নির্বাচনে ব্যাপক অনিয়ম হওয়ায় নির্বাচন কমিশন ভোটগ্রহণসহ সকল নির্বাচনি কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। নির্বাচন কমিশন বলছে, সকল আবশ্যক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ৯০ দিনের মধ্যে পুনঃনির্বাচন কোনোভাবেই সম্ভব নয়।
তাই দৈব-দুর্বিপাক গণ্য করে প্রধান নির্বাচন কমিশনার চলতি অক্টোবর মাসের ২০ তারিখের পরবর্তী ৯০ দিনের মধ্যে তথা আগামী ২০শে জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জাতীয় সংসদের গাইবান্ধা ৫ শূন্য আসনের শূন্য পদ নির্বাচনের মাধ্যমে পূরণের লক্ষ্যে পরবর্তী নতুন মেয়াদ নির্ধারণ করেছেন।
তদুদ্দেশ্যে প্রয়োজনীয় পরবর্তী সকল কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।