অস্ট্রেলিয়ায় টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার জয়ের সঙ্গে সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের। এ কারণে নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু নামিবিয়ার জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। এই ম্যাচটি জিতলেই সুপার টুয়েলভে চলে যেতো আফ্রিকার দেশটি।

কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হতে দিলো না আরব আমিরাত। নিজেরা তো ডুবলোই, ডোবাল প্রতিপক্ষকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসের প্রথম জয় তুলে নিয়ে নামিবিয়ার সাথে আরব আমিরাতও বিদায় নিলো বিশ্বকাপ থেকে।

আরব আমিরাতের নাটকীয় জয়ে বিশ্বকাপে ‘এ’ গ্রুপের রানার্সআপ হলো ডাচরা। বাঁচার মরার ম্যাচে প্রাণপণ লড়েও ব্যর্থ হলেন ডেভিড ভিসা ও রুবেন ট্রাম্পলম্যান। সংযুক্ত আরব আমিরাত নিজেদের প্রথম জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের পর্বের টিকেট পেলো নেদারল্যান্ডস। তাদের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।

গিলংয়ে এদিন নামিবিয়ার বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিং করতে নামে সংযুক্ত আরব আমিরাত। আরবের এই দলটি নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে আসরে নিজেদের সর্বোচ্চ ১৪৮ রান তোলে। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪১ রান করে থামে নামিবিয়া।

এদিন আগে ব্যাট করতে নেমে আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াশিমের ৫০, অধিনায়ক রিজওয়ান এবং বাসিল হামিদের যথাক্রমে অপরাজিত ৪৩ ও ২৫ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় আমিরাতের দল।

লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চাশের আগে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় নামিবিয়া। সেখান থেকে ডেভিড ভিসার ৫৫ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে শেষ ওভারের শেষ দুই বল পর্যন্ত ম্যাচে থাকে নামিবিয়া। তবে এই ক্রিকেটার আউট হয়ে ফিরলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নামিবিয়া।