খুলনায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার আশংঙ্কা থেকেই পরিবহন মালিকরা সেখানে গণপরিবহন বন্ধ রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার (২১শে অক্টোবর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ‘দ্যা মাইন্ড বিহাইন্ড দ্যা মিরাকেল: শেখ হাসিনা লিডস ডেভেলপমেন্ট’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের এ কথা বলেন তিনি।
কাদের বলেন, পরিবহন মালিকরা বিএনপির সমাবেশের কথা শুনলেই এখন ভয় পায়। তারা জানমালের ক্ষতির ভয় পাচ্ছে। সে কারণে পরিবহন বন্ধ করেছে। আমরা তো আর বিআরটিসির বাস বন্ধ করছি না। পরিবহন মালিকরা সরকারের বিরুদ্ধেও ধর্মঘট করে থাকে।
খুলনার সমাবেশ ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে হয়রানি করছে না আইনশৃঙ্খলা বাহিনী। যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে নিয়মিত কাজের অংশ হিসেবেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করছে বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওবায়দুল কাদের এক প্রশ্নের জবাবে বলেন, বিএনপি লাঠিতে কেন পতাকা টানায়, এটা কিসের আলামত?
‘১০ ডিসেম্বর থেকে বিএনপি দেশ চালাবে’ এ বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা রঙিন খোয়াব। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। ডিসেম্বর বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরাই উজ্জীবিত থাকবো।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এর অন্যতম উদাহরণ হলো- নিউইয়র্ক টাইমস লিখেছে, বাংলাদেশের দিকে তাকাও। আর এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে।