তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হওয়ায় প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২৩শে অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্টের সাফল্য কামনা করেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় লিখেন, ‘সিপিসির মাধ্যমে আপনার সক্ষম নেতৃত্ব, সাফল্য এবং দৃষ্টিভঙ্গির দ্বারা আপনার উপর যে আস্থা রেখেছে নিঃসন্দেহে আপনার পুনঃনির্বাচন তারই একটি উপযুক্ত স্বীকৃতি। কংগ্রেসের ২০তম সম্মেলনের সফল সমাপ্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাই’।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরো লিখেন, ‘২০২০ সালের মধ্যে একটি মধ্যপন্থি সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্য, যেভাবে প্রথমবার ২০১২ সালে দায়িত্ব গ্রহণ করেছেন, সেভাবে বাংলাদেশ অত্যন্ত প্রশংসার সাথে তা পর্যবেক্ষন করেছে। উদ্ভাবন , অর্থনৈতিক নীতি, জন কেন্দ্রিক উন্নয়ন, দর্শন এবং বহু ক্ষেত্রগত সংস্কারের মাধ্যমে সর্বক্ষেত্রে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার দিকে চীনকে একটি নতুন যাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা আপনার সংকল্প ও নির্দেশনার প্রশংসা করি’।
শেখ হাসিনা তার শুভেচ্ছা বার্তায় আরো বলেন, ‘আপনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই এবং উন্নয়নশীল দেশগুলোর আর্থ সামাজিক উন্নয়ন আকাংখার প্রতি আপনার অব্যাহত সমর্থন প্রশংসা করি। আমি বিশ্বাস করি আপনি এই চ্যালেঞ্জিং সময়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আরো অবদান রাখবেন’।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী ২০১৬ সালে শি জিনপিংয়ের বাংলাদেশ সফরের কথা এবং ২০১৯ সালে তার চীন সফরের কথা স্মরণ করেন’।
উল্লেখ্য কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর তিনিই চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।