চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবির ঘটনায় আরও চার শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দিবাগত মধ্য রাতে ও বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ আটজনেরই মরদেহ উদ্ধার হলো। বৃহস্পতিবার সকালে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সকালে উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন- শাহীন মোল্লা (৩৮), তারেক (২০) এবং বশর হাওলাদার (৩৫)।

এর আগে বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ আলম সরদার (৪০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়।তার আগে উদ্ধার করা হয় ইমাম মোল্লা (২৫), মাহমুদ মোল্লা (২২), জাহিদুল ইসলাম (২৫) এবং আল-আমিনের (২০) মরদেহ। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদরের জৈনকাঠি ইউনিয়নে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, এই দুর্ঘটনার দ্বিতীয় দিন একজন, তৃতীয় দিন চারজন এবং আজ চতুর্থ দিন সবশেষ তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্য দিয়ে উদ্ধার অভিযান শেষ হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্রগ্রাম জোন-৩-এর উপপরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা বলেন, ‘উদ্ধার অভিযানে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে। জোয়ার-ভাটার সঙ্গে মিল রেখে কাজ করতে গিয়ে উদ্ধারের জন্য খুব কম সময় পাওয়া যেত। তাই উদ্ধারে অনেকটা সময় লেগেছে।’

এদিকে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ হাজার টাকা করে সহযোগিতার কথা জানিয়েছেন পটুয়াখালী সদর উপজেলা প্রশাসন।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় সিত্রাং প্রভাবে সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেরখালি ইউনিয়নের চায়না হারবার এলাকায় এ ড্রেজারডুবির ঘটনা ঘটে।