নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনার পর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরে পয়েন্ট টেবিলেও অনেক নিচে নেমে গেছে বাংলাদেশ। সিডনির সেই ব্যর্থতা ভুলে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ব্রিসবেনে। শুক্রবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা তথা বাংলাদেশ সময় সকাল ১০ টায় ব্রিসবেনে এসে পৌঁছায় লাল-সবুজের দল।
প্রোটিয়াদের বিপক্ষে হারের হতাশা ভুলে জিম্বাবুয়ে ম্যাচের দিকে এখন নজর বাংলাদেশের। রোববার (৩০ অক্টোবর) সকাল নয়টায় ব্রিসবেনে সিকান্দার রাজাদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।
এই ম্যাচের আগে বাংলাদেশ অবস্থান করছে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে তাদের টপকে অন্তত টেবিলের ৩-এ উঠে যেতে পারবেন সাকিবরা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের কাছে হারলে চলে যেতে পারে টেবিলের শীর্ষ দুইয়েও।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯ রানের জয় পায় টাইগাররা। পরের ম্যাচে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ রানের হারের কবলে পড়ে বাংলাদেশ। আজ অবশ্য ব্রিসবেনের বিমান বন্দরে বেশ হাসি খুশি অবস্থাতেই দেখা গিয়েছে সাকিব আল হাসান-নাসুম আহমেদকে।