লিগ ওয়ানে লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের গোলে জয় পেয়েছে পিএসজি। ট্রয়ের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৪-৩ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।
তৃতীয় মিনিটেই রক্ষণের ভুলে গোল হজম করে পিএসজি। তবে ম্যাচে ফিরতে খুব বেশিক্ষণ সময় তারা নেয়নি সমতায় ফিরতে। ২৪তম মিনিটে বক্সের বাইরে থেকে নেইমারের থ্রু পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে নিখুঁত শটে জালে জড়ান কার্লোস সোলার।
দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আবার পিছিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়রনরা। রক্ষণের ভুলে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গিনির ফরোয়ার্ড বালদে। এর তিন মিনিট পর জবাব দেয় পিএসজি। বক্সের অনেকটা বাইরে থেকে মেসির নেওয়া বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
৬২তম মিনিটে প্রথমবারের মতো এগিয়ে যায় পিএসজি। মেসির থ্রু পাস ধরে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নেইমার। ৭৫তম মিনিটে আবার ব্যবধান বাড়ায় পিএসজি। বক্সের ভেতরে ট্রয়ের গোলরক্ষক ফেলে দেন সোলারকে। স্পট কিক থেকে গোল করেন এমবাপ্পে।
তবে ৮৮তম মিনিটে ব্যবধান কমায় ত্রয়েস। কিন্তু বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়েন মেসি-নেইমাররা।
লিগ ওয়ানে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। আর তাতে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রইলো তারা।