অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা। এতে মঙ্গলবার (পহেলা নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করলো লাল সবুজের প্রতিনিধিরা।
শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে বাংলাদেশের কিশোরীরা। ম্যাচের সপ্তম মিনিটেই দলকে লিড এনে দেন উমেলহ মারমা। ১৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন থুইনুই মারমা। অফসাইডের ফাঁদে ফেলতে গিয়ে উল্টো বিপদে পড়ে ভুটান। ২৮ মিনিটে দলকে আরেকটি লিড এনে দেন জয়নব বিবি। এতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
খেলার ৫০তম মিনিটে বদলি নামা কানন রানী বাহাদুরের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে পঞ্চম গোল করেন আরেক বদলি ফুটবলার সুরভী আকন্দ প্রীতি। ৬৮ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বলে বাঁ প্রান্ত ধরে জালে শট নেন সুরভী আকন্দ। বল ভুটানের গোলরক্ষকের হাত ছুঁয়ে ঠাঁই নেয় জালে।
দুই মিনিটের ব্যবধানে আবারও গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পরেই নিজের দ্বিতীয় গোলটি করেন উমহেলা। দল এগিয়ে যায় ৭-০ ব্যবধানে। পরে ম্যাচের শেষ মুহূর্তে নিজের হ্যাটট্রিক তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।
আগামী ৫ই নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।