রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র নেতারা বলেন, সরকারের ব্যর্থতায় দেশে খাদ্য নিরাপত্তার শংকা তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীনদের সরানোর ঘোষণা দিয়েছেন তারা।

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ মঙ্গলবার  (পহেলা নভেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, দুর্ভিক্ষের আগাম সতর্কতায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে। ডলার সংকটের জন্য ক্ষমতাসীনদের দুর্নীতিকেই দায়ি করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধীদল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলে সরকারের প্রতি ক্ষোভ জানান তিনি।

এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপি’র সম্মেলনে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারকে সরাতে না পারলে দেশ দুর্ভিক্ষের কবলে পড়বে।

আগামী দিনে একতরফা নির্বাচন প্রতিরোধ করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি’র এই নেতা।