অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ফাইনাল ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোববার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। দুই দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে। দু’দলের সামনেই হাতছানি রয়েছে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের।
সেমিফাইনালে সহজ জয় পেলেও ফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। অন্যদিকে, চাপমুক্ত থেকেই ফাইনাল খেলতে চান পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। তবে ট্রফি জয়ের লড়াইয়ের দিন খেলায় ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। সেটিও মাথায় রেখে মাঠে নামবে দু’দল। বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলা শুরু হবে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি- টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান ক্রিকেট দল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ফাইনালের মহারণের জন্য দু’দলই সেরে নিয়েছে নিজেদের প্রস্তুতি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের আগে ঘুরে ফিরেই আসছে ৩০ বছর আগে, ৯২’র ফাইনালের কথা। ওই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড ও পাকিস্তান। ৩০ বছর পর বিশ্ব ক্রিকেটের কোন ফাইনালে দু’দলের লড়াই তাদের কিছুটা হলেও ফিরিয়ে নিচ্ছে ওই ম্যাচের স্মৃতিতে।
ফাইনালের মহারণের আগের দিন ইংল্যান্ড ক্রিকেট দল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছে। ফাইনালের আগে ইংল্যান্ড দল অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে। সেমিফাইনালে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী ইংলিশ ক্রিকেটাররা। ২২ গজের লড়াইয়ে ফাইনালে ইংল্যান্ড দল নিজেদের সেরাটাই খেলতে চায়। সেভাবে ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং অনুশীলন করেছে তারা।
অনুশীলনে খোশ মেজাজে থাকলেও শিরোপার জন্য নিজেদের সেরাটাই দিতে চায় ইংলিশ দল। চাপ কাটিয়ে বিশ্বকাপ ফাইনালের মঞ্চটি রাঙ্গানোই তাদের লক্ষ্য বলে জানিয়েছেন অধিনায়ক জস বাটলার।
এদিকে, ম্যাচের আগের দিন নিজেদের হাল্কা রাখতে কোন অনুশীলন করেনি পাকিস্তান ক্রিকেট দল। ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই তারা অনুশীলন করেনি। সেমিফাইনালে দুর্দান্ত খেলা পাকিস্তান ফাইনালে ইংলিশদের বিপক্ষে অলআউট ক্রিকেট খেলতে চায়। দলের লোয়ার অর্ডাররা যেনো প্রয়োজনে ব্যাটিং করতে পারে সেই প্রস্তুতিও তারা নিয়েছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করার লক্ষ্য পাকিস্তান দলের।
মেলবোর্নের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডেও রেখেছে আইসিসি। বৃষ্টিতে যদি রিজার্ভ ডেতেও ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হয় সেক্ষেত্রে দু’দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।