জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি যে দিবাস্বপ্ন দেখছে, তা কখনও পূরণ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার (১৩ই নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন তিনি।

বিএনপির দুর্নীতির বিরুদ্ধে ভোটের মাঠে খেলা হবে উল্লে­খ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। প্রধানমন্ত্রী সাশ্রয় করতে বলার পরও অত্যাধিক বিলবোর্ড বানিয়ে অর্থ অপচয় করায় দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন আওয়ামী লীগের এই নেতা।

এর আগে সম্মেলনস্থলে এসে উপস্থিত হন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। সৃষ্টি হয় উৎসবের আমেজ। সকাল সাড়ে ১০টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই এর সভাপতিত্বে আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিশেষ অতিথি হিসাবে দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের আলোচনা সভা শেষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসাবে আব্দুল হাই এবং সাধারণ সম্পাদক হিসাবে সাইদুল করিম মিন্টুকে বহাল রাখেন।