অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরের ছুরি হামলায় তিন ইসরাইলি নিহত হয়েছে। এসময় ওই কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১৬ই নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, একজন ফিলিস্তিনি কিশোর উত্তর পশ্চিম তীরে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় চার ব্যক্তিকে ছুরিকাঘাত করে একটি গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে আরো একজনকে ছুরিকাঘাত করেন। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় সেটা দুর্ঘটনায় পড়েন। এসময় পালানোর চেষ্টা করলে ফিলিস্তিনি সৈন্য ও সশস্ত্র বেসামরিকদের গুলিতে নিহত হন।
চলতি বছরের মার্চ মাসে পশ্চিম তীরে অভিযান জোরদার করার পর এটি ছিল ইসরাইলের জন্য সবচেয়ে বড় ক্ষতি। গত মার্চ থেকে শুরু হওয়া ওই অভিযানে বহু ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি সেনারা।
এদিকে, এ ঘটনার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীগুলো। তাকে নায়ক হিসেবে অভিহিত করে তারা।