টি-টোয়েন্টিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিক দল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন বাসিত আলী, এছাড়া ২৮ বলে ২৮ রান করেন হাবিব উল্লাহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেয় তানভীর আহমেদ। এছাড়া মাহফুজুর রহমানের নেন দুটি উইকেট।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন জিসান আলম ও আশিকুর রহমান। জিসান ২টি করে চার-ছয়ে ২৪ রান করে ফেরেন। আশিকুর বিদায় নেন ৩ চারে ১৬ রানে।

মোহাম্মদ সোহাগ আলি ও অধিনায়ক আহরার আমিন পারেননি দলকে টানতে। দুইজনেই হন রান আউট। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশের যুবারা।

পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সুগম করেন মাহফুজ ও মোহাম্মদ শিহাব। জয়ের জন্য যখন চাই আর ১৩ রান, মাহফুজ ৫ চার ও ১ ছয়ে ২৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফেরেন।

সিয়াম হোসেনকে সঙ্গে নিয়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন শিহাব। দুটি করে চার-ছয়ে ৩৩ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

পাকিস্তানের যুবাদের পক্ষে বল হাতে ২ উইকেট নেন মোহাম্মদ জিশান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে দুই দল। এবারের পাকিস্তান সফরে এটিই বাংলাদেশের যুবাদের শেষ ম্যাচ।