১০ই ডিসেম্বর ঢাকার রাজপথ দখলের হুংকার দিয়ে হঠাৎ বিএনপি’র রক্ষণনাত্মক আচরণ করা সন্দেহজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারির দিয়ে এখন শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলা দলটির নতুন কৌশল বলেও মনে করেন তিনি।

শুক্রবার (১৮ই নভেম্বর) রাজধানীতে আলাদা কর্মসূচিতে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নির্বাচন ও রাজপথে মোকাবেলায় প্রস্তুত আওয়ামী লীগ।

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলন উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তবে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও সতর্ক করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১০ই ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে ঘিরে দলটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে, শুক্রবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় যোগ দেন ওবায়দুল কাদের। এসময় কাঁচপুর ব্রিজে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক ভাঙচুরকারীদের শাস্তির আওতায় আনার কথা জানান তিনি। সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।