সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল। আজ শনিবার (১৯শে নভেম্বর) সকাল থেকে মিছিল ও মোটরসাইকেল শোডাউন ছাড়াও ব্যক্তিগতভাবে সিলেটের সমাবেশস্থলে এসে ভিড়ছেন। শনিবার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হবে। শুক্রবার সন্ধ্যার মধ্যই বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে, যা রাতেও অব্যাহত থাকে।
সকালে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী মাঠে অবস্থান নিয়েছেন। ছোট-বড় মিছিল নিয়ে আশেপাশের জেলার নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসছেন। মিছিল ও স্লোগানে-স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠেছে।
বিএনপির নেতাকর্মীরা বলছেন, পরিবহন ধর্মঘটে ভোগান্তি এড়াতে আগেভাগেই চলে এসেছেন পার্শ্ববর্তী সব জেলার নেতাকর্মীরা। সমাবেশস্থলের মাঠ ও আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিলেন তারা। সকালে এসব নেতাকর্মী সমাবেশস্থলে চলে এসেছেন।
তাদেও অভিযোগ, বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে ধর্মঘট দেওয়া হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পথে পথে বাধার সৃষ্টি করছে। কিন্তু কোনও ষড়যন্ত্রই সমাবেশে উপস্থিতি কমাতে পারবে না বলে জানান তারা।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরের পর শনিবার সিলেটে গণসমাবেশ ডেকেছে বিএনপি। এটি বিএনপির সপ্তম বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই সিলেটজুড়ে পরিবহন ধর্মঘট ডেকেছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখার কথা রয়েছে।