আজ রোববার (২০শে নভেম্বর) পর্দা উঠছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের আয়োজক দেশ কাতার। দেশটির পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে প্রায় এক মাস চলবে বিশ্বকাপের এই উন্মাদনা।

বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠান চলবে টানা ৪৫ মিনিট। ৬০ হাজার লোক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে দর্শক মাতাবেন আমেরিকান গায়ক ডমিনিক লিল ববি ও বলিউড সুপারস্টার নোরা ফাতেহিসহ চমক আছে বিটিএস ফ্যানদের জন্য।

এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি। গাইবে কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুক। এ ছাড়া স্থানীয় নৃত্যশিল্পীরাও আল বায়াত স্টেডিয়ামে পারফর্ম করার সুযোগ পাবেন।

এদিকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপাও থাকছেন। কাতার বিশ্বকাপের অফিসিয়াল মাসকট— লা’ইব। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনে এই মাসকট প্রদর্শনীও চলবে। সঙ্গে থাকবে আতশবাজির ঝলকানি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ১০টা শুরু হবে ম্যাচ। ২০শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত দেশটির পাঁচ শহরের ৮ স্টেডিয়ামে বিশ্বকাপের সর্বমোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আট গ্রুপে বিভক্ত ৩২ দল খেলবে বিশে^ও সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্ট।

ধারণা করা হচ্ছে, এবারের বিশ্বকাপের দিকে চোখ থাকবে প্রায় ৫০০ কোটি মানুষের। যা পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি। বিশ্বকাপের যাবতীয় প্রস্তুতি নিতে কাতারের খরচ হয়েছে প্রায় ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ কোটি টাকা। গত ৮টি বিশ্বকাপের মধ্যে যা সবচেয়ে বেশি। শুধু বেশি বললে ভুল হবে, গত ২০১৮ রাশিয়া আসরের চেয়ে ২২ গুন বেশি অর্থ খরচ হচ্ছে এবারের আসরে।

এবারের বিশ্বকাপে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলোকে এ থেকে এইচ পর্যন্ত ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। আগামী ২০ নভেম্বর এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ২১ নভেম্বর ম্যাচ হবে দুটি।এরপর থেকে প্রতিদিন চারটি করে ম্যাচ হবে গ্রুপ পর্বে।

গ্রুপ পর্বের লড়াই শেষে ৩ ডিসেম্বর থেকে শুরু হবে নক-আউট পর্বের ম্যাচ। রাউন্ড অব ১৬ থেকে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল খেলবে আগামী ৯, ১০ ও ১১ ডিসেম্বর। এরপর ১৪ ও ১৫ ডিসেম্বর হবে সেমিফাইনালের ম্যাচ। আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের পর বিশ্ব খুঁজে পাবে এবারের বিশ্ব চ্যাম্পিয়নকে। এরইসাথে পর্দা নামবে ফিফা বিশ্বকাপের এবারের আসরের।

তবে এতো আনন্দ আর উত্তেজনার মাঝে খারাপ সংবাদ আছে অনেক ফুটবল ভক্তদের জন্য। এবারের বিশ্বকাপ শেষে ফুটবল বিশ্ব হারাবে এক ঝাঁক তারকা খেলোয়াড়কে। অনেক খেলোয়াড়েরই এটা শেষ বিশ্বকাপ। এ তালিকাটাও বেশ লম্বা বটে। তবে প্রসিদ্ধ নাম লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, দানি আলভেজ, থিয়াগো সিলভা, লুকা মদ্রিচ, টমাস মুলার, রবার্ট লেভানডফস্কি, কেভিন ডি ব্রুইনা ও করিম বেনজেমা।

তবে এই বিশ্বকাপের পর যে ফুটবল বিশ্বে নতুন করে একঝাঁক তারকা ফুটবলারের জন্ম হবে, তাতে কোনো সন্দেহ নেই। এক প্রজন্ম শেষে নতুন প্রজন্মের আগমন ঘটবে। অন্তত এই আশাতেই বুক বাঁধতে পারেন ফুটবল সমর্থকরা।

এবারের বিশ্বকাপ শুধু আয়োজনের দিক থেকেই খরুচে নয়, প্রাইজমানির দিক দিয়েও এবারের বিশ্বকাপকে সেরা বলা চলে। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়নদের প্রাইজমানি শুনলে যে কারোরই চোখ কপালে উঠবে। এবারের চ্যাম্পিয়ন দল বাড়ি নিয়ে যাবে ৪০৪ কোটিরও বেশি টাকা। রানার্স-আপ দল পাবে প্রায় ২৯০ কোটি টাকা। প্রাইজমানি থাকছে শেষ ১৬ নিশ্চিত করা প্রত্যেক দলের জন্যও।

শেষ ১৬ নিশ্চিত করা প্রতিটি দল পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন হাজার কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া চার দল প্রায় ১৬৪ কোটি টাকা নিয়ে ঘরে ফিরবে। এছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান নিশ্চিত করা দল পাবে যথাক্রমে ২৬০ ও ২৪০ কোটি টাকা ।

উল্লেখ্য, প্রথমে অবশ্য এই ট্রফির নাম ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনকারী প্রথম ফিফা প্রেসিডেন্টকে সম্মান জানাতে ১৯৪৬ সালে বিশ্বকাপ ট্রফির তখন নাম ছিল জুলেস রিমেট ট্রফি। এরপর ১৯৭৪ বিশ্বকাপের‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ নামকরণ করা হয়েছিল।