আগামী মাসের শেষ সপ্তাহে চালু হবে, দেশের প্রথম মেট্রোরেল। বুধবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন  ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। অনুষ্ঠানে দেশের প্রথম পাতাল মেট্রোরেল ‘এমআরটি লাইন-ওয়ানে’ পিতলগঞ্জ ডিপো এলাকার ভূমি উন্নয়নে ঠিকাদার নিয়োগে চুক্তি সই করে ডিএমটিসিএল।

মেট্রোরেলের এমআরটি লাইন-১ ডিপো এলাকার ভূমি উন্নয়ন বিষয়ক চুক্তি সই অনুষ্ঠান শেষে ডিএমটিসিএলের এমডি সাংবাদিকদের বলেন, ডিসেম্বরে বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রোরেলের উদ্বোধন করবেন। মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এ প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে বলেও জানান তিনি।

এম এ এন ছিদ্দিক আরো বলেন, আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এমআরটি লাইন-১ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে পাতাল রেলপথের কাজ শুরু হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমরা অন্তত ৩০ মিটার নিচ দিয়ে কাজ করবো। বাংলাদেশের কোনো ইউটিলিটি লাইন এত নিচ দিয়ে নেই। যার ফলে পুরো রুট অ্যালাইমেন্টে আমাদের কোনো ইউটিলিটি লাইন সরানোর প্রয়োজন পড়বে না। শুধুমাত্র স্টেশন এলাকায় এটি প্রয়োজন পড়বে। সেখানে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করব এবং সেই এলাকায় যে ইউটিলিটি লাইনগুলো যেভাবে আছে ঠিক সেভাবে রেখে আমরা নিচে চলে যাব।