২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
বোর্ডভিত্তিক পাসের হার-
ঢাকা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ, মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৪ হাজার ৯৮৪ জন।
রাজশাহী শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ, মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন
কুমিলা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন।
যশোর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ শতাংশ, মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯৩ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।
সিলেট শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। ৭ হাজার ৫৬৫ জন।
বরিশাল শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৫৮৬ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ, মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ। এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন।
মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। এর মাঝে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী।
কারিগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মাঝে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী।
এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।