ভারতের পশ্চিমবঙ্গের কাঁথিতে এক তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত দুইজন। তৃণমূলের কেন্দ্রীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক সমাবেশের আগে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের তৃণমূল নেতা রাজকুমার মান্নার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে পুরো বাড়ি উড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় রাজকুমার, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন।

বিস্ফোরণে আহত হয় আরো দুইজন। এ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশ এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি। এটি হামলা নাকি বিস্ফোরণ সে তথ্য জানায়নি স্থানীয় পুলিশ।

বিজেপির অভিযোগ, রাজকুমার নিজের বাড়িতে বোমা তৈরির কাজ করছিলেন। তখনই অসাবধানতার কারণে বোমা ফেটে এই বিস্ফোরণ হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই তৃণমূলকে দোষারোপের অভিযোগ করেছেন।